ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ | আপডেট: ৯:২৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

মাদারীপুর র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে। র‌্যাব সুত্রে জানা গেছে,
সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ০৭ সেপ্টেম্বর রাত্র আনুমানিক ৯ টার সময় মাদারীপুর জেলার সদর থানার চরমুগুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আমিজ তালুকদার(২৯) কে ২৫ পিছ ইয়াবাসহ আটক করে।
আমিজ মাদারীপুর জেলার সদর থানার মধ্য পেয়ারপুরে মৃত মান্নান তালুকদারের ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় , আমিজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রির কার্যক্রম চালিয়ে আসছে। আমিজ কে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদরীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

Print Friendly, PDF & Email