‘ন’গ্ন’ ছবি নিয়ে সমালোচনার ঝড়, যা বললেন মডেল প্রিয়তী

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯ | আপডেট: ১০:১৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তীর একটি ‘ন গ্ন’ ছবি নিয়ে নতুন করে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ন গ্নতা নিয়ে এর আগেও একাধিকবার আলোচনায় আসেন তিনি। তবে এবারের সমালোচনার কড়া জবার দিয়েছেন রাজধানীর ফার্মগেটে বেড়ে ওঠা এই মডেল।

গত ১ সেপ্টেম্বর নিজের ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেন মডেল প্রিয়তী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আইরিশরা আমা’র খুঁত ভরা বাদামি বর্ণের শরীরকে ভালোবাসে, মুগ্ধ হয়। তাদের প্রশংসায় আমাকে আত্মবিশ্বা’সী করে তোলে, নিজের খুঁত ভরা শরীরকে ভালোবাসতে শেখায়। এভাবেই আমি হয়ে উঠতে থাকি একটি বারুদ রূপী মানুষ!’

মিস আয়ারল্যান্ড খ্যাত প্রিয়তীর ওই ছবিকে ‘ন গ্ন’ আখ্যা দিয়ে অনেকেই সমালোচনা করেন।

সেখানে মেহেদী হাসান নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘অবশ্যই আপনার শরীরটা নিখুঁত। তবে নিচের অংশটাও তো আপনার শরীরের অংশ। ওটা দেখালেন না কেন? আর যদি আইরিশদের জন্যই, তাহলে বাংলায় কেন লিখলেন?’

নাজমুজ সাকিব শান্ত নামের আরেকজন লেখেন, ‘আপনি যা করেন বা ছবি দেন, সেটা একান্তই আপনার পারসোনাল ব্যাপার। সমস্যা হলো, আপনার বাংলাদেশ চুলকানি নিয়ে। এতই লজ্জা হয় বাংলাদেশকে নিয়ে কথা বলতে বা লিখতে? যেহেতু আপনি একজন মেন্টালি সিক, সেহেতু আপনি বাংলাদেশ নিয়ে কথা বলা ছেড়ে দেন।’ এমন আরও অনেকেই ওই ছবিতে মন্তব্য করে সমালোচনা করেন।

জুমবাংলানিউজ

Print Friendly, PDF & Email