পলাশবাড়ীরতে অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯ | আপডেট: ৫:১৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আওরঙ্গজেব ও প্রধান শিক্ষক কামরুল আহসান সোহেল এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ৫ সেপ্টম্বর বৃহস্পতিবার বিকালে সাংবাদিক সম্মেলন বিদ্যালয়ের রুমে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির চিত্র তুলে ধরে ম্যিানেজিং কমিটির সদস্যদের পক্ষে লখিত বক্তব্য রাখেন শাহ আলম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ম্যিানেজিং কমিটির সদস্যদের মধ্যে রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, আনারুল ইসলাম, সৈয়দ হোসেন মোহাম্মাদ মোস্তফা মিলন, মাহাবুবর রহমান।

স্থানীয় অভিভাবক ও সুধী জনের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ¦ আ: সামাদ (ভোলা মাষ্টার), মাহাতাব উদ্দিন, আ: সাত্তার, আলহাজ¦ আ: মান্নান (মন্টু মাষ্টার), আ: রশিদ, সাদেকুর রহমান শিমুল, গাজিউর রহমান, প্রদীপ চন্দ্র প্রমূখ ।

এর পূর্বে বিদ্যালয়ের অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্ত অনুষ্ঠানে অভিযুক্ত সভাপতি ও প্রধান শিক্ষক গা ঢাকা দেওয়ায় উপস্থিত অভিভাবক-এলাকাবাসী ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানান।

এ সময় এলাকার শত শত অভিভাবক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দুর্নীতিবাজ সভাপতি ও প্রধান শিক্ষকের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন।

Print Friendly, PDF & Email