ভোলার বোরহানউদ্দিন উপজে’লায় যৌতুক দিতে অস্বীকার করায় মোসা. আসমা বেগম নামের এক গৃহবধূকে শিকলে বেধে মধ্যযুগীয় কায়দায় নি’র্যাতন করে র’ক্তাক্ত করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।
নি’র্যাতন শেষে তাকে শিকল দিয়ে বেধে একটি রুমের মধ্যে আ’ট’কে রাখে। এ ঘটনায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে গৃহবধূর স্বামী মো. সাহাবুদ্দিন ও শ্বশুর মো. আনোয়ার উল্যাহকে আ’ট’ক করেছে পু’লিশ। উপজে’লার দেউলা ইউনিয়নের চর টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মা’মলা ও গৃহবধূ আসমা বেগমের অ’ভিযোগ সূত্রে জানা যায়, গত চার বছর পূর্বে বোরহানউদ্দিন উপজে’লার দেউলা ইউনিয়নের চর টিটিয়া গ্রামের মো. আনোয়ার উল্যাহর ছে’লে মো. শাহাবুদ্দিনের সাথে শরীয়াহ মোতবেক বিয়ে হয় আসমা বেগমের। বিবাহের কিছুদিন পর থেকেই স্বামী শাহাবুদ্দিন তার কাছে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে।
আসমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্ন সময়ে মা’রধর করতে থাকে। এক পর্যায়ে মে’য়ের সুখের কথা চিন্তা করে আসমা বেগমের বাবা মে’য়ে জামাইকে এক লক্ষ টাকা দেয়। এই টাকা পেয়ে শাহবুদ্দিন ও তার পরিবার কিছু দিন শান্ত থাকলেও গত কয়েক দিন আগ থেকে আবারও দুই লক্ষ টাকা দেওয়ার জন্য আসমা বেগম ও তার পরিবারের উপর চাপ প্রয়োগ করতে থাকে।
এমনকি দাবি’কৃত দুই লক্ষ টাকা না দিলে শাহাবুদ্দিন আসমা বেগমকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করবে বলেও হুমকি দিতে থাকে। সর্বশেষ গত (১ সেপ্টেম্বর) রোববার সকাল ১০টার দিকে স্বামী শাহাবুদ্দিন, শ্বশুর আনোয়ার উল্যাহ ও শাশুড়ি নুর জাহান বেগম মিলে আসমা বেগমকে তার বাবার কাছ থেকে দুই লক্ষ টাকা এনে দিতে বলে। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা সবাই মিলে তাকে কা’টাযুক্ত লা’ঠি দিয়ে এলাপাথারি মা’রধর করতে থাকে। পরে তাকে শিকল দিয়ে হাত ও পা তালাবদ্ধ করে একটি রুমের মধ্যে আ’ট’কে রাখে।
সোমবার সকালে তারা হাতের শিকল খুলে দিলে আসমা বেগম পায়ে শিকল বাঁ’ধা অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। এ অবস্থায় আসমা বেগম তার বাবা ও ভাইকে ফোন করলে তারা এসে তাকে উ’দ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে বোরহনাউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোমবার রাতে আসমা বেগম বাদী হয়ে স্বামী মো. শাহাবুদ্দিন,শ্বশুর মো. আনোয়ার উল্যাহ ও শাশুড়ি নুর জাহান বেগমকে আ’সামি করে বোরহানউদ্দিন থা’নায় মা’মলা দায়ের করেন।
বোরহানউদ্দিন থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মু. এনামুল হক জানান, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে তিন জনকে আ’সামি করে মা’মলা দায়ের করেছে। ইতোমধ্যে মা’মলার ১নং ও ২নং আ’সামিকে আ’ট’ক করে আ’দালতে সোপর্দ করা হয়েছে।