ছাড়া পাওয়ার পরই অ্যাম্বুলেন্সে করে যেখানে নিয়ে যাওয়া হলো মিন্নিকে

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ | আপডেট: ৬:৪৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

মহামান্য হাই*কোর্ট থেকে জামিনাদেশ পাওয়ার পর বরগুনা কারাগার থেকে মুক্তি পেয়েছেন চাঞ্চল্যকর রিফাত শরীফ হ*ত্যা মা’মলার প্রধান সাক্ষী থেকে আ’সামি হওয়া তার স্ত্রী’ আয়শা সিদ্দিকা মিন্নি। আ’দালতের নিষেধাজ্ঞা থাকায় মুক্তি পর কারা ফট’কে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তাকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি শহরের মইঠা এলাকায় বাবার বাসায় নেওয়া হয়।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কারাগার থেকে মুক্তি পান মিন্নি। এ সময় কারা ফট’কের সামনে মিন্নির বাবা মোজাম্মেল হক কি’শোর, ভাই আবদুল মুহিত কাফি, তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম এবং অ্যাডভোকেট মোস্তফা কাদের উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১২টার দিকে হাই*কোর্টের দেওয়া মিন্নির জামিনাদেশ বরগুনা আ’দালতে পৌঁছায়। হাই*কোর্টের আদেশের সই করা কপি বরগুনার আ’দালতে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মিন্নির পক্ষে জামিননামা (বেলব’ন্ড) দাখিল করেন তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম। এরপর সব দাফতরিক কাজ শেষ করে বিকেল ৩টা ৫০ মিনিটে জামিনাদেশ নিয়ে কারাগারে যান মিন্নির আইনজীবী আসলাম।

সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ’দালতের বিচারক সিরাজুল ইস’লাম গাজীর আ’দালতে এ মা’মলার ১৪ আ’সামিকে হাজির করা হয়। পরে আ’দালতের কার্যক্রম শেষে এ মা’মলায় গ্রে’প্তার ৬ কি’শোরকে খুলনার শি’শু-কি’শোর সংশোধনাগারে এবং অন্যদের জে’লহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মা’মলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।

গত ২৯ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই*কোর্ট বেঞ্চ মিন্নির জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, মিন্নি তার বাবার জিম্মায় থাকবেন এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না।

Print Friendly, PDF & Email