নেত্রকোনা পুর্বধলায় বিদ্যুৎ উদ্ভোধন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা পুর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নে তিনশত ৭২ টি নতুন বিদ্যুৎ সংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামাইকুনা ও কাছিয়াকান্দা গ্রামে এই বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ইউনিয়নের এই নতুন বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন।

বিশকাকুনি ইউনিয়নের গ্রামবাসীদের আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম মনি।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন, এসিল্যান্ড ফৌজিয়া নাজনীনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৮ কিলোমিটার এই নতুন বিদ্যুৎ সংযোগে মোট ব্যয় হয়েছে ১কোটি ১৬লক্ষ টাকা।

Print Friendly, PDF & Email