ডেঙ্গু আক্রান্ত হয়ে বোচাগঞ্জে ১ জনের মৃত্যু

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯ | আপডেট: ৫:২২:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মনীষা আক্তার নামে (১২) ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম শাহেদুজ্জামান রিবেল শুক্রবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মনীষা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বন্ধুগাঁও গ্রামের মকবুল হোসেনের মেয়ে। ২৬ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। ডা. একেএম শাহেদুজ্জামান রিবেল জানান, মনীষার বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। মা-বাবার সঙ্গে থাকত মনীষা। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ২৬ আগস্ট দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে মনীষা মারা যায়। রংপুর মেডিক্যাল কলেজের একটি সুত্র জানায় আগস্ট মাসে ডেঙ্গুুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে মনীষাসহ চারজন মারা গেলো।

Print Friendly, PDF & Email