
ব্রাহ্মণবাড়িয়া জে’লা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এবার একটি বি’স্ফো’রক মন্তব্য করে বসলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এই নিয়েই শুরু হইয়ে গিয়েছে আলোচনার।
শোকের মাস আগস্টজুড়ে জে’লা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের ঘা’তক দালাল নির্মূল কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জে’লা শাখা এ আলোচনা সভা’র আয়োজন করে।
ঐ সভায় তিনি বলেন, ‘জয় বাংলা আমাদের রণক্ষেত্রের, মুক্তিযু’দ্ধের স্লোগান। যে জয় বাংলা স্লোগান দেবে না সে রাজাকার-আলবদর ও সাপের বাচ্চা। সাপের বাচ্চা সাপই হয়। সাপের ফনা ভেঙে দিতে হবে।
ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, শোকের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর সঙ্গে আমাদের শপথ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযু’দ্ধের চেতনাকে হৃদয়ে লালন করার। আর যারা শ্লগান দেয়না তারাও রাজাকার।’-বিডি২৪রিপোর্ট.কম