এশিয়াহোষ্ট বাংলাদেশ এর ১ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

ডিজিটাল আইটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এসিয়াহোষ্ট বাংলাদেশ ১ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে বিভাগীয় অফিস বরিশালে বছর পূর্তি অনুষ্ঠান করে এবং নতুন বছরে ডিজিটাল সার্ভিসে বিশেষ অফার প্রদান করে। এশিয়াহোষ্ট এর বিভাগীয় পার্টনার সুপার নোভা কম্পিউটার-আইটি ট্রেনিং সেন্টার ও নেক্সটজেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয় বছর পূর্তি এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব এম.আর.প্রিন্স, আরও উপস্থিত ছিলেন এসিয়াহোষ্টের পার্টনার পরিচালক রেশমি মিরা, যায়যায়দিন এর ব্যুরো প্রধান আরিফুর রহমান, সুপারনোভা কম্পিউটার ও আইটি ট্রেনিং সেন্টার এর পরিচালক ইমরান খান জুম্মান, নেক্সটজেন ডিজিটাল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বাপ্পি সেন গুপ্ত, নেক্সটজেন ডিজিটাল এর বিজনেস ম্যানেজার জসিম উদ্দিন আদিব, লেটস বিজনেস এর প্রতিষ্ঠাতা রনি খান, ড্রিমজোন ই-কমার্স এর পরিচালক সাদাফ আহসান রাজিব ।

সুপারনোভ কম্পিউটার এর পরিচালক ইমরান খান জুম্মান এর সভাপতিত্বে এসময় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব এমআর প্রিন্স, তিনি তার বক্তব্যে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এবং ইনোভেশন মুলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব রাখতে বলেন অনুষ্ঠানে উপস্থিত নতুন উদ্যোক্তাদের।

নেক্সটজেন ডিজিটাল এর পরিচালক বাপ্পি সেন গুপ্ত বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে উন্নত ভবিষ্যত করণীয়সমূহ ও নতুন নতুন ডিজিটাল কার্যক্রম এর পাশাপাশি প্রযুক্তি খাতে উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করবে সবসময়। যাতে করে নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তাদের আরও উন্নয়ন সম্ভব হয় তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নেক্সটজেন। তেমনি এশিয়াহোষ্ট এর পাশে থেকে নেক্সটজেন একত্রিত হয়ে কাজ করবে বলে আশ্বাস দেন।

এশিয়াহোষ্ট ডিজিটাল সার্ভিস এর পাশাপাশি আরও দেশের স্বার্থে আরও উন্নত কাজ করবেন বলে জানান এ প্রতিষ্ঠানের পার্টনার পরিচালক রেশমি মিরা। তিনি আরও জানান দ্বিতীয় বছরে পদার্পনের সুচনায় নতুন কিছু নিয়ে আসবে এশিয়াহোষ্ট। এবং এশিয়াহোষ্ট এর জন্মদিনে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত কিছু প্যাকেজে ক্লায়েন্টদের নতুন অর্ডারে একটি স্মার্টফোন উপহার পাবেন এই প্রতিষ্ঠান থেকে।

অনুষ্ঠানে সভাপতি ইমরান খান জুম্মান এশিয়াহোষ্ট এর বছর পূর্তিতে সাফল্য ও সকল উদ্যোক্তাদের সফলতা কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

Print Friendly, PDF & Email