বগুড়ার এমপি বাবলু জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯ | আপডেট: ৭:৪৫:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। মঙ্গলবার রাত ৮টায় জাতীয় পার্টির বনানী অফিসে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে পার্টিতে যোগ দেবেন তিনি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বিপুল ভোটে রেজাউল করিম বাবলু সংসদ সদস্য হওয়ার পর থেকে তাকে দলে নিতে আওয়ামী লীগ ও বিএনপি টানাহেঁচড়া শুরু করে।

তার স্বাক্ষর জাল করে দলে যোগদানের বিষয় নিয়েও ধূম্রজাল সৃষ্টি হয়। পরে ১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজাউল করিম বাবলু জানান, তিনি কোনো দলে যোগ দেননি। দেশ, জাতি ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

Print Friendly, PDF & Email