আফগানিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট খেলা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ | আপডেট: ৭:০৭:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

চট্টগ্রাম ব্যুরোঃ গত ২৬শে অগ্রস্ট সকাল ১১.৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স হলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল এবং জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের সফর ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা এর সভাপতিত্বে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় উপস্তিথ ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সরকারী বিভিন্ন সংস্থা ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, এপিবিএন, রেলওয়ে পুলিশ, আনসার, বিসিবি, হোটেল রেডিসন, পিডিবি, ওয়াসা, বিটিআরসি, সিভিল সার্জন অফিস, সিএসসিআর, সিএমসিএইচ, সিটি কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, বিআরটিএ, সিডিএ, কর্ণফুলী গ্যাস, কাস্টম’স শান্তিপূর্নভাবে খেলা সম্পন্ন করতে নিজ নিজ দায়িত্বে থাকবে। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী সংস্থার উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email