
হাফিজুর রহমান. টাঙ্গাইল জেলা প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোজ একটি বাক প্রতিবন্ধী ছেলে কে পাওয়া গেছে। ছেলেটি কিছুই বলতে পারে না।
ধনবাড়ী পৌর শহরের চালাষ পশ্চিম পাড়া এলাকার মো: নূরুল ইসলাম নূরী ছেলেটি কে গত ১৬ আগস্ট ১৯ইং বৃহস্পতিবার দিন ধনবাড়ী তারাকান্দি মহাসড়কের বন্ধু বেকারীর সামনে একা দাড়িয়ে থাকতে দেখে বাড়ী নিয়ে আসে। পরে ছেলেটি কে বাবু নামে ডাকে।
বর্তমানে ছেলেটি নূরীর বাড়ীতেই রয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি, বয়স আনুমানিক ১০ অথবা ১১, পরনে ছিলো লাল হাফপ্যান্ট, গায়ে ছিলো সাদা হাফহাতা শার্ট।
ধনবাড়ী পৌর শহরের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ জানান, গনমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে যদি ছেলেটি কে তার মা বাবা খুঁজে পায় এই প্রত্যাশা করি। ছেলেটি পাওয়ার পর নূর ইসমাইল নূরী ধনবাড়ী উপজেলায় সারাদিন ব্যাপী মাইকিং করেছে তবুও তার কোন আত্মীয় স্বজন দের কে পাওয়া জায়নি।