টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাঁশ কাটা কে কেন্দ্র করে ভাগ্নের হাতে মামা হামেদ আলীকে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইস্কা ইউনিয়নের কুর্শী গ্রামে।
নিহত হামেদ আলীর বড় ভাই তোরাপ আলী জানান, গত ১০ আগষ্ট ঘরের কাজে ভাগ্নে আলিফদের বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেলে মামা হামেদ আলী(৪৫) কে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হযরত আলীর ছেলে রাকিব, আলিফ, রিপন, হযরত আলীর স্ত্রী রাবেয়া ও হযরত আলীর ভাগ্নে একই এলাকার শহিদের ছেলে ফরহাদ মিলে তাকে বেধড়ক মারপিট ও কুপিয়ে আহত করে।
আহত হামেদ আলী কে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি ঘটায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার (২৪ আগস্ট) রাত ১১ টায় তার মৃত্যু হয়।
হামেদ আলীর স্ত্রী মইফুল ও মেয়ে হনুফা আক্তার জানায়, সে ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আলিফরা তাকে বাঁশের লাঠি ও কুড়াল দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করায় গুরুত্বর আহত অবস্থায় ২ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে ধনবাড়ী থানার এস আই নুরে আলম সিদ্দিকী বলেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে আহত হামেদ আলীর মৃত্যু হওয়ায় ওই মামলাটি ধারা সংযোজন পূর্বক পুনরায় মামলা রুজু হবে।