“আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে রত্নপুর ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালিত”

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার :-

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপি জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ে হল রুমে রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অমিওলাল চৌধুরী সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা গন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মস্তোফা সরদার, আ’লীগ নেতা শাহিন আলম টেনু সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার,আ’লীগ নেতা সহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাসুদ হোসেন, ও অন্যান্য সাংবাদিকগন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কূলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email