বগুড়ায় সাজাপ্রাপ্তসহ ৬ আসামি কারাগারে মাহফুজ রহমান মাহফুজ রহমান বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭ | আপডেট: ৩:৩৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭ SHARES বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। আব্দুর রাজ্জাক জানান, রোববার (১০ ডিসেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা হলেন- এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পৌর এলাকার কলেজপাড়ার কোরবান আলীর ছেলে শাহীন আলম (৩৬), বুড়ইল ইউনিয়নের হাজারকি মুন্সিপাড়া গ্রামের আহমদুল্লার ছেলে তোহা মিয়া (৫৫), ওয়ারেন্টভুক্ত আসামি ভাটরা ইউনিয়নের বিলশা গ্রামের সোলাইমান আলীর ছেলে নাসির উদ্দিন মিন্টু (৪০), পৌর এলাকার হিন্দুপাড়ারগিরেন মহন্তর ছেলে প্লাবন মহন্ত (২৮), টাকইর গ্রামের জহির উদ্দিনের ছেলে আফসার আলী (৩৬) ও সদর ইউনিয়নের রনবাঘা এলাকার রমজান আলীর ছেলে মাদক ব্যবসায়ী রুহুলআমিন (৩৫)। SHARES আরও পড়ুন নবগঠিত বরিশাল মেডিকেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সিনিয়র সাংবাদিক নেতাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন নড়াইলে গোপন বৈঠককালে বিএনপির ৫৮ নেতা-কর্মী আটক