মাদারীপুর পৌরসভার উদ্যোগে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে নাজমুল হক নাজমুল হক ব্যাবস্থাপনা সম্পাদক প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ | আপডেট: ১২:৩৯:পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ মাদারীপুর পৌর সভার উদ্যোগে শহড়ের প্রধান সড়কে নানা প্রজাতির সৌন্দর্য বর্ধন বৃক্ষ রোপন করা হচ্ছে। পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ শহরের মূল সড়ক মস্তফাপুর থেকে পোষ্ট অফিস মোড় পর্যন্ত চার লেন সড়ক জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছেন। শুক্রবার বিকেলে পৌর সভার সচিব মোহাম্মদ ফিরোজ বলেন , পৌর মেয়র মস্তফাপুর থেকে পোস্ট অফিসের মোড় পর্যন্ত মুচন্ডা, উইপিং দেবদারু, থোজা, কামিনি, বকুল, রাধাচুড়া ফুরুস সহ ৯ প্রজাতির বৃক্ষ সড়কের মধ্যে রোপন করে শহরের প্রাকৃতিক শোভা বৃদ্ধি করা হয়েছে । ৬ থেকে ৮ মাসের মধ্যে এ সড়কের চেহারা পাল্টে যাবে, বিভিন্ন ফুলে ও সবুজে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।চার লেনের এই সড়ক আমাদের সবার, তাই এর যত্ন আমাদের সবার নিতে হবে। আরও পড়ুন বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার : প্রধান বিচারপতি গাজীপুরে চট্টলা এক্সপ্রেস ট্রেনে’র ইঞ্জিনে আগু’ন