বরিশালে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯ | আপডেট: ৩:১০:অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

বরিশালের নগরবাসী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ।

প্রথমে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফলদিয়ে শ্র্দ্ধা জানান দলের নেতা কর্মিরা। এ উপলক্ষে সকালে শহরের শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।

জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ ও সহযোগী সংগঠনের নেতারা কর্মীরা।

Print Friendly, PDF & Email