
ভারতের পাঞ্জাব প্রদেশে আপনবোনকে বিয়া করেছেন মায়ের পেটের ভাই। ভারতের পাঞ্জাব প্রদেশে অস্টেলিয়ার ভিসা পেতে আপন ভাই-বোন এই জঘন্যতম কাজিটি করেছেন। পরিচয় গোপন রেখে পাঞ্জাব কোর্টে গিয়ে তারা এ-কর্মকান্ড করেছেন। এঘটনার পর নড়ে-চড়ে বসেছে দেশটির পুলিশ। এমনকি মেয়েটি কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো, সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ছিল।
জয় সিংহ আরও বলেন, ‘কেবল বিদেশে যাওয়ার জন্য তারা সমাজ, আইন ও ধর্মীয় বিধিনিষেধের সঙ্গে প্রতারণা করেছেন। মিথ্যা পরিচয়ের ভিত্তিতে তারা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকেও প্রতারিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জয় সিংহ বলেন তারা এখনো পালিয়ে বেড়াচ্ছে, মানুষ বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন্য ফন্দি করে কিন্তু এরকম ফন্দি আমার জিবনেও শুনেনী। আমরা আশ্চর্য হয়েছি যে এরকম কাজটি করতে তাদের বিবেকে বাদলো না।