নেশার টাকা না পেয়ে ছেলের ছুরিকাঘাতে মা খুন ঘাতক ছেলে আটক

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯ | আপডেট: ৬:৩৬:অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধর সাঘাটায় নেশার টাকা না পেয়ে নেশাখোর ছেলের ছুরিকাঘাতে মা খুন। ঘটনাটি ঘটে ১৫ জুন শনিবার সন্ধ্যায় ।এরপর আবুল কালাম পালিয়ে যায়। ছেলে আবুল কালাম শেখের ছুরিকাঘাতে মা তাহেরা বেগম (৪৫) শনিবার সন্ধ্যায় খুন হয়েছে। নিহত তাহেরা বেগম ওই উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের তারাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আবুল কালাম একজন নেশাখোর। সে প্রায়ই মায়ের কাছে নেশার টাকা চাপ দিয়ে আদায় করতো। ওইদিন সন্ধ্যায় সে মা তাহেরা বেগমের কাছে টাকার জন্য চাপ সৃষ্টি করলে তিনি টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম তার মা তাহেরা বেগমের কোমরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

গুরুতর আহত তাহেরা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ীর লোকজন তাকে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

রোববার সকালে ঘাতক আবুল কালামকে বাড়ীর অদুরে একটি পরিত্যাক্ত শ্যালো মেশিনের ঘর থেকে গ্রামবাসি আটক করে পুলিশের হাতে তুলে দেয়। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email