সোহেল তাজের ভাগ্নে অপহরণ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯ | আপডেট: ৮:৩৫:পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯

অনলাইন ডেস্ক:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ অভিযোগ করেছেন, তার এক ভাগ্নেকে অপহরণ করা হয়েছে। তবে এই ঘটনা কবে এবং কোন পটভূমিতে ঘটেছে সে সম্পর্কে তিনি ফেসবুক পোস্টে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে সোহেল তাজ জানান, তার মামাতো বোনের ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়। সোহেল তাজ সেই পোস্টে লেখেন, এই অপহরণের পেছনে কারা আছে তা তিনি জানেন।

তিনি পোষ্টে লিখেছেন, ‘অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিবিসিকে জানিয়েছেন, তিনিও ঘটনাটির কথা শুনেছেন। বলেছেন, ‘আমি পুলিশ কমিশনারকে বলেছি ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে।
জিএমনিউজ/জিএমআর/১৫জুলাই

Print Friendly, PDF & Email