সদ্য বহিস্কৃত সৈয়দ সেলিমের পদে পরিমল কুন্ডু সভাপতি হলেন

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯ | আপডেট: ১২:৩৪:পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯

নাজমুল হক, মাদারীপুর।

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমের পদে দলের সিনিয়র সহ-সভাপতি পরিমল কুন্ডুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা।
তিনি বলেন, দলের ওয়ার্কিং কমিটির সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ ১৭ জন নেতাকে দল থেকে বহিস্কার ও ৬ জন জেলা কমিটির নেতাকে বহিস্কারের সুপারিশ করার পরে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদ শূন্য হলে সেখানে দলের সিনিয়র সহ-সভাপতি পরিমল কুন্ডুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এব্যাপারে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ জানিয়েছেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদ সদ্য শূন্য হওয়ায় সেখানে দলের সিনিয়র সহ-সভাপতি পরিমল কুন্ডুকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সে দলের পক্ষে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তিনি আরো বলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ কঠোর সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের মদ্ধে কোন বেইমান থাকতে পারবে না। যারা মুখে বলে জয় বাংলা আর ভোট চায় নৌকার বিরুদ্ধে তারা খাঁটি আওয়ামী লীগ না, এরা হাইব্রিড।
আওয়ামী লীগ কে হাইব্রিড মুক্ত করতে জেলা আওয়ামী লীগ কঠোর ভূমিকা রাখবে।

সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রসঙ্গে পরিমল কুন্ডু বলেন, দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছি। আশা করছি, সারা জীবন নৌকা,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে আপোষহীণ ভাবে কাজ করে যাবো। দলের সকলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহবান জানাই। মাদারীপুরের মাটি নৌকা মার্কার ঘাঁটি। দলের পক্ষে কাজ করতে সকলের সহযোগিতা চাই বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email