আত্রাই ব্রিজ থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯ | আপডেট: ৩:২১:অপরাহ্ণ, জুন ১২, ২০১৯ নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলার দিঘা সরদারপাড়া ব্রিজ থেকে নিচে পড়ে শফির মন্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা মৈত্রীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফির মন্ডল উপজেলার দিঘা সরদারপাড়া গ্রামের মৃত ছবর আলী মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শফির মন্ডল বাড়ির পাশের ব্রিজে বসেছিলেন। এসময় হঠাৎ তিনি মাথা ঘুরে ব্রিজের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। # আরও পড়ুন বিগত দিনের মতো সব সময় সাংবাদিকদের পাশে চাই : মেয়র সাদিক আব্দুল্লাহ্ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক