
ফয়জ আহমেদ,দশমিনা প্রতিনিধি।।
গতকাল ০৯ জুন ২০১৯খ্রীঃ তারিখে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে হাসপাতালের সামনের সীমান্ত মেডিকেলের মালিক ঔষধ ব্যাবসায়ী মোঃমজনুর রহমান ঢালিকে ৪/৫ জন ছিনতাইকারী বাসার সামনে এলোপাথারী পিটিয়ে যখম করে নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। অতপর গোপন সংবাদের ভিত্তিতে এক ছিনতাইকারীকে আটক করে দশমিনা থানা পুলিশ।
এদিকে ঘটনার পর অজ্ঞান অবস্থায় কতিপয় এলাকাবাসী আহত মজনুর রহমানকে দশমিনা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে এবং পরিবারের লোকদের খবর দেয়। ঘটনার সংবাদ শুনে ঘটনা স্হলে ছুটে যান এস এম জালাল উদ্দিন অফিসার ইনচার্জ দশমিনা,থানা এবং এ্যাড.ইকবাল মাহমুদ লিটন চেয়ারম্যান, দশমিনা ইউনিয়ন পরিষদ।
এ ঘটনায় আজ দশমিনা থানায় ঐ ব্যাবসায়ী মজনুর রহমান বাদী হয়ে একটি মামলা দাখিল করেন। দশমিনা থানার মামলা নং- ০৭/২০১৯। এমর্মে অফিসার ইনচার্জ দশমিনা থানা এস এম জালাল উদ্দীন বলেন,এঘটনায় একজনকে আটক করা হয়েছে,তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের সার্থ এই মুর্হুতে আর কিছু বলা যাবেনা। তবে অপরাধী যেই হোকনা কেন,তাদেরকে আইনের আওতায় আনা হবে।