নুসরাতের কবরের সামনে ফসবুক লাইফ স্টার ব্যারিস্টার সুমন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ৮, ২০১৯ | আপডেট: ৬:৩৪:অপরাহ্ণ, জুন ৮, ২০১৯

অনলাইন ডেস্ক:

ফেনীর আলোচিত নুসরাত হত্যা! আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত এর গ্রামের বাড়িতে উপস্থিত হয়েছেন সময়ের আলোচিত ফেসবুক লাইফ স্টার ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এসময় নুসরাতের বাবা ও দুই ভাই সহ এলাকার লোকজন নিয়ে ফেসবুক লাইভে অংশ নেন এবং বলেন নুসরাত হত্যার বিষয়টি প্রধান মন্ত্রী নিজেই তদারকি করছেন। এই হত্যার সঙ্গে জরিত সোনাগাজির সাবেক ওসি ছাড়া সবাই ধরা পরেছেন তবে তিনিও খুব শিঘ্রই ধরা পরবেন বলে আশা করছি।

চার মিনিট ফেইসবুক লাইভে বলেন বিচারের ব্যবস্থা না করে নুসরাতকে আমরা ভুলবো না, এটা তার কবরের সামনে এসে বলে যাচ্ছি। যত বাধাই আসুক না কেন নুসরাতের যারা আসামি তাদের সর্বোচ্চা শাস্তির ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email