কুয়াকাটার তিন হাজার পৌরবাসী প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৫ কেজি করে চাল পেলেন
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ
কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে ১৫ কেজি করে চাল পেলেন কুয়াকাটা পৌরসভার ৩ হাজার হতদরিদ্র মানুষ । সোমবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ চাল বিতরন করা হবে। পৌর মেয়র আ: বারেক মোল্লা উপস্থিত থেকে পৌরবাসীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ্য থেকে এ ঈদ উপহার বিতরন করেন। কুয়াকাটা পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে এ চাল বিতরণে সহযোগিতা করেন।
কুয়াকাটা পৌর মেয়র বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সারাদেশের ন্যায় ৩ হাজার পৌরবাসীর জন্য ঈদের শুভেচ্ছা স্বরুপ ১৫ কেজি করে চাল উপহার দিয়েছেন।