গোবিন্দগঞ্জে মাঠকর্মীদের মাঝে বাই সাইকেল বিতরন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯ | আপডেট: ৮:১৩:পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমার বাড়ী, আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মীদের মাঝে বাই সাইকেল বিতরন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email