
এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ কন্ঠশিল্পী আসিফ আকবর, কর্নিয়া ও নিলয় এবার এই তিনজনকে একই সাথে দেখা যাবে “তোমার হাসি” শিরোনামের একটি গানে।
“তোমার হাসি” গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ। মুসফিক লিটুর মিউজিকে “তোমার হাসি” শিরনামের গানটিতে অভিনয়ের পাশাপাশি কন্ঠও দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং তার সাথে আছেন আরেক যাদুকরী কন্ঠ শিল্পী কর্নিয়া।
সম্প্রতি ঢাকার উওরা সহ বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রগ্রহন শেষ করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।
“তোমার হাসি” গানটি নিয়ে নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন “আসিফ আকবর মানেই শ্রতাদের জন্য ভিন্ন কিছু, সাথে আছে কর্নিয়ার মতো সুমিষ্ট কন্ঠশিল্পী, দুজনারই আছে আলাদা আলাদা গ্রহন যোগ্যতা, আসিফ, কর্নিয়া এবং নিলয় তিনজনকে নিয়ে অসাধারণ একটি কাজ হয়েছে। আশাকরি “তোমার হাসি” গানটি এবং এর মিউজিক ভিডিও সর্বস্তরের দর্শকের হৃদয় ছুয়ে যাবে”।
ম্যাক্স ব্যাগ এর প্রযোজনায় “তোমার হাসি” গানটি আসছে ইদে মাক্স ব্যাগ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।