
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ৪দিনের সন্তান রেখে মা উধাও হয়ে গেছে, নবজাতক ইউনিটে মা ও শিশু দু’জন দুই ওয়ার্ডে থাকায় মায়ের অবস্থান সম্পর্কে কোনও খোঁজ পড়েনি।
মা উধাও হওয়া শিশুটিকে সমাজ সেবা অফিস শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ায় ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইউনিটের ইনচার্জ মাহফুজা বলেন অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে সন্তান হওয়ায় শিশুটি অসুস্থ্য থাকায় নবজাতক ইউনিটে নেওয়া হয় এবং আরো বলেন নবজাতকের মার ভর্তির সময় যে ঠিকানা দিয়েছে তাতে সঠিক বলে যানতে পারে হাসপাতাল সমাজসেবা দপ্তর।
তাই শিশুটিকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।