প্রেমিকাকে বন্ধুর চুরি করা ফোন উপহার, বন্ধুকে খুন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯ | আপডেট: ৬:১৫:অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

বন্ধুর স্মার্টফোন চুরি করে প্রেমিকাকে উপহার দেয় ইলিয়াস। প্রেমিকা সেটি বুঝতে পেরে প্রেমিকের বন্ধু হৃদয়কে ফোনটি ফেরত দেয়। ফোনের ঘটনা নিয়ে ইলিয়াছের সঙ্গে প্রেমিকার সম্পর্কের অবনতি ঘটে, ফলে হৃদয়ের প্রতি চরম ক্ষুদ্ধ হয়ে দুই মাস পর গতকাল শনিবার বন্ধু হৃদয়কে ফোন করে ডেকে নিয়ে ইলিয়াছ ভারাটে কিলার দিয়ে তাকে হত্যা করে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরভেলামারি এলাকায় বালিপাড়া নামক সেতুর নিচে এ হত্যা কান্ড গটে। ভাড়াটয়া কিলার খুনি শাহিন (২০) ও প্রতিবেশী বাবলু মিয়া (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Print Friendly, PDF & Email