ফখরুলের শপথ নেওয়া আবশ্যক ছিল: কাদের

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ২০, ২০১৯ | আপডেট: ৫:২২:অপরাহ্ণ, মে ২০, ২০১৯

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধী দলের অবস্থা আরো শক্তিশালী হতো বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে প্রকল্প কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএন‌পি কি করবে এটা তাদের সিদ্ধান্তের বিষয়। এটা শুভ বুদ্ধির উদয় যে তারা সংসদে যোগ দিয়েছেন। অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, ভা‌রি‌ক্কির দিক থেকে মির্জা ফখরুল বিরোধীদলের হয়ে শ‌ক্তিশালী ম্যাসেজ দিতে পারতেন।

মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলেল সাধারণ সম্পাদক। বলেন, কাজের সুবিধার জন্য পুনর্বিন্যাস প্রয়োজন হয়। সময়ের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। কাজের সুসমন্বয়, গতি, কোয়ালিটি নিশ্চিত করতেই তিনি এটি করেছেন।

এছাড়া পদ্মা সেতুর উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ১৩তম স্প্যান আগামীকাল বা পরশুদিন বসবে।

Print Friendly, PDF & Email