নলছিটিতে বেপরোয়া চালকের জন্য পঙ্গু আনসার কমান্ডার

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯ | আপডেট: ৩:০২:অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

ঝালকাঠির নলছিটিতে মাহেদ্র চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফলে চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এক আনসার ব্যাটেলিয়ান সদস্যের। দুর্ঘটনার স্বীকার আনসার সদস্য কবির হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও বরিশাল আনসার ব্যাটেলিয়ানের কমান্ডার। এ ঘটনায় (১৬ মে বৃহস্পতিবার) অভিযুক্ত মাহেন্দ্র চালক মনির হোসেনের শাস্তির দাবিতে পঙ্গুত্ববরণকারী কবির হোসেনের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চালক মনির হোসেন উপজেলার তালতলা এলাকার বাসিন্দা। অভিযোগ পেয়ে ওই চালককে খুঁজে বের করতে তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০৪ মে সকালে আনসার কমান্ডার কবির হোসেন নলছিটির পীর মোয়াজ্জেম সড়ক থেকে চালক মনিরের মাহেন্দ্র গাড়িতে (বরিশাল মেট্রো থ ১১ ০০৭৪) যাত্রী হিসেবে তার কর্মস্থলে বরিশাল যাচ্ছিলেন। নলছিটি থেকে গাড়ি ছাড়ার পর থেকেই চালক মনির খুব তাড়াহুড়ো করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে থাকা কবির হোসেনসহ অন্য যাত্রীরা বার বার তাকে গতি কমিয়ে গাড়ি চালানোর অনুরোধ করলেও তাতে তিনি কর্ণপাত করেননি। গাড়িটি বরিশাল-পটুয়াখালি আঞ্চলিক মহাসড়কের তুর্য ফিলিং স্ট্রেশনের সামনে পৌছাঁলে অপর দিক থেকে একটি দ্রুত গতির পরিবহন আসায় চালক মনির মাহেন্দ্রার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুর্হুতেই মাহেন্দ্রাটি পাশের বেড়িবাঁধে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা কবির হোসেনসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়। দুঘর্টনায় কবির হোসেনের বাম পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কয়েকদিন চিকিৎসার পর ডাক্তারের পরামর্শে তার বাম পা কেটে ফেলতে হয়। চিরতরে পঙ্গু হয়ে যান তিনি। কিন্তু দুঘর্টনার পর ঘটনাস্থল থেকে কৌঁশলে চালক মনির পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়।
এ বিষয় থানায় অভিযোগকারী ও আহত কবির হোসনের স্ত্রী আসমা বেগম জানান,‘বেপরোয়া মাহেন্দ্রা চালক মনিরের জন্য আজ আমার স্বামী পঙ্গু, আমি মনিরের শাস্তি চাই। সংসারের একমাত্র উর্পাজনক্ষম মানুষটার হঠাৎ এমন অবস্থা হলো সন্তানদের নিয়ে এখন আমাদের না খেয়ে দিনপাত করা ছাড়া উপায় নেই।’
এব্যাপারে দুঘর্টনার শিকার কবির হোসেন জানান,‘চালক মনিরকে আমরা যাত্রীরা বারবার গতি কমিয়ে চালানোর জন্য বলেছি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে এক্সিডেন্ট করছে। যার ফলে আমি চিরতরে পঙ্গু হয়ে গেলাম। আমি মাহেন্দ্রা চালক মনিরের বিচার চাই।’
নলছিটি মাহেন্দ্র চালক সমিতির সভাপতি মো. রমিজ হোসেন জানান,‘অভিযুক্ত চালক মনির নলছিটি মাহেন্দ্র চালক সমিতির তালিকাভূক্ত চালক নয়। আমরা জেনেছি সে বরিশালে গিয়ে মাহেন্দ্র চালায়। তারপরও তাকে খুঁজে বের করতে আমরা সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।’
এব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান,‘আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ অভিযোগের প্রেক্ষিতে চালক মনিরকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে বলে ওসি জানান।

Print Friendly, PDF & Email