রাজাপুরে এটিওকে হেনস্থা করায় দুই প্রধান শিক্ষকের অর্থদন্ড
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

রাজাপুর উপজেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোঃ সাইফুর রহমানকে হেনস্থা করার দায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক নজরুল ইসলাম চাঁন ও লুৎফর রহমান সেলিমকে দুই শত টাকা করে অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে প্রশিক্ষণে শিক্ষকের নাম না রাখার জেরে উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে ইউএনও দুই প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অফিসে বসিয়ে রাখেন। বিকেলে ইউএনও অভিযুক্ত দুই প্রধান শিক্ষককে ২শ টাকা জরিমানার আদেশ দিলে দুই শিক্ষক জরিমানা দিয়ে মুক্তি পান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ইউএনও মোঃ সোহাগ হাওলাদার জানান, সরকারি কাজে প্রভাব বিস্তারের দায়ে ওই দুই প্রধান শিক্ষককে দুই শত টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।