গ্রামীণ অসহায় জনগোষ্ঠিকে আইনী সেবা দিতে শেখ হাসিনা বিনামূল্যে লিগ্যাল এইড করেছেন -আমির হোসেন আমু এমপি

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯ | আপডেট: ৪:৪২:অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

শিল্পমন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা পরবর্তিতে বাংলার মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ দিতে তিনি নানান পদক্ষেপ গ্রহণ করেন। পাকিস্তানী দোসররা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ওই হত্যাকান্ডের সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তিনি দেশে ফিরে এসে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করে ১৯৯৬ সালে দেশের শাসনক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকেই তিনি আপামর জনসাধারনের কল্যাণার্থে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ শুরু করেন। দেশের অসহায় নিপিড়িত জনসাধারন যাতে আইনী সেবার বাইরে না থাকে সেজন্য লিগ্যাল এইড (সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান) কার্যক্রম চালু করেছেন। যার সুফল দেশবাসী পাচ্ছেন।’ ঝালকাঠিতে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান” প্রতিপাদ্য বিষয়ে ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচীতে লিগ্যাল এইড দিবস পালন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত ভবন চত্ত¡রে এ উপলক্ষ্যে আলোচনাসভা ও মেলা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. গাজী রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল­াহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, অতিরিক্ত পিপি এম আলম খান কামাল, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু, প্যানেল আইনজীবী মাহবুবুল আলম কবীর। এরপূর্বে সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email