বরিশাল শেবাচিমে ৩ দিন ধরে পানি সংকট জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯ | আপডেট: ১২:১৪:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯ SHARES SONY DSC কাওসার মাহমুদ মুন্না ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পানি সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা । গত তিন দিন ধরে হাসপাতালের তিন তলা মহিলা সার্জারী ইউনিট -১ , ওয়ার্ড-৯ এ পানির লাইনের সংযোগ অকার্যকর রয়েছে । যার ফলে হাসপাতালে শেবা নিতে আসা ৯৮ জন রোগী , রোগীর স্বজন ও ওয়ার্ডের কর্তব্যরত নার্স ও ডাক্তাররা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঐ ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা নিলুফা বেগম (৩০), ফয়জুল নেসা (৬৭) ও অঞ্জলি গাইন (৬৩) সহ একাদিক রোগীরা অভিযোগ করে বলেন, গত শুক্রবার ( ৮ ফেব্র“য়ারি ) রাত হতে ঐ ওয়ার্ডে পানি নেই। এতে রোগীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। পানি না থাকায় ২ দিন ধরে তারা গোসল করতে পারেনি এমনকি বাথরুম করার জন্য পানি বোতলে করে নিচ থেকে আনতে হয়। এ বিষয়ে ওই ইউনিটের কর্তব্যরত নার্স জানান, তারা পানি সংকটের কথা পরিচালকের কাছে জানিয়েছে। এ বিষয়ে শেবাচিমের পরিচালক ডাক্তার বাকির হোসেন বলেন, তিনি পানি সংকটের কথা সুনে পি ডাবলু টি কে যানিয়েছে তারা সকালে এসে একটি ফেটে যাওয়া পাইপ পালটিয়ে দিয়ে যায়। কিন্তু এখনো কাটেনি পানি সংকটের গূর্ভগ । এ বিষয়ে বরিশাল গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ০১৮৮২***৪১০ নাম্বারে একাদিক বার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। আরও পড়ুন ঢাকা সিটির নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়: সিইসি ভূমি দস্যুদের হামলায় পরিবারের ৩ জন জখম