আগামীকাল ২২৬০জন রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮ | আপডেট: ১০:৪২:পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮ বহুল প্রত্যাশিত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে আগামীকাল (১৫ নভেম্বর)। প্রথম ব্যাচে চারশ’ ৮৫ পরিবারের দুই হাজার ২৬০ জনকে ফেরত নেবে মিয়ানমার। উখিয়া-টেকনাফ ক্যাম্প থেকে প্রতিদিন দেড়শ’ জন করে রোহিঙ্গা ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়াকিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবসনের এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী শুরুতে টেকনাফের কেরুনতলি ঘাটের ট্রানজিট পয়েন্ট প্রস্তুত করা হয়েছে। আরও পড়ুন ডিভোর্স পেপার সঠিক না-কি পাসপোর্ট সঠিক কোনটা সত্য? কোভিড টিকা গ্রহণে গুজবে কান না দেয়ার আহবান