বাগেরহাটে মোরেলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা সহ২ মাদক ব্যবসায়ী আটক

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮ | আপডেট: ৫:২২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। তাদের নিকট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে দলটি। এরা হচ্ছেন দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের মৃত ছালেক মৃধার ছেলে ছলেমান মৃধা(৫৫) ও মিত্রডাঙ্গা গ্রামের মৃত ছাহেব আলী শেখের ছেলে কুদ্দুস শেখ(৩৭)।

জেলা ডিবি পুলিশে ওসি শেখ মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু করে সোমবার ভোররাত সাড়ে ৪টায় পর্যন্ত অভিযান চালানো হয়। প্রথমে ছালেক মৃধাকে আটক করে তার ঘরে পাওয়া যায় ২ কেজি গাাঁজা। পরে ছালেকের স্বীকারোক্তিমতে কুদ্দুস শেখের ঘরে অভিযান চালিয়ে সেখানে পাওয়া যায় আরো ৩ কেজি।

এরা দু’জনই পেশাদার মাদক ব্যবসায়ী। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় মামলার দায়ের করার প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশের এ কর্মকর্তা জানান।

Print Friendly, PDF & Email