এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস
:বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুল মান্নান মল্লিক (৬৫) নামে মাদ্রাসার এক সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ৮টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সন্ন্যাসী গ্রামের মৃত তাজেন মল্লিকের ছেলে মান্নান মল্লিক মোরেলগঞ্জ সদরের লতিফয়া ফাজিল মাদ্রাসায় সহকারি মৌলভী পদের সাবেক শিক্ষক ও কোরআনের হাফেজ ছিলেন।
তার মেয়ে আখি বেগম জানান, রবিবার দিবাগত রাতে যে কোন সময় তার পিতা ঘরের বরান্দায় আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার রাতে বাড়িতে আর কেউ ছিলনা বলেও আখি বেগম জানান। এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি মান্নান মল্লিকের স্ত্রী রিনা বেগম। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।
ঘটনাস্থল পরিদর্শকারি কর্মকর্তা এসআই রুহুল আজম বলেন, মান্নান মল্লিকের লাশ থানার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় অপমমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।