ঝালকাঠি জেলা যুবদল সম্পাদকসহ আটক ১৭ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮ | আপডেট: ৬:১৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

ঝালকাঠির বিভিন্ন স্থানে শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি জেলা যুবদল সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা জাহিদ হোসেন, বিএনপি কর্মী আফজাল, নলছিটি উপজেলা বিএনপি নেতা মহিদুল ইসলাম, নলছিটি উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ খোকন, যুবদল নেতা মাসুম মাল, ছাত্রদল নেতা মিল­াত খান, রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হায়দার যুবদল নেতা মোঃ নাজমুল হুদা (চমন) তালুকদার, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম চুন্নু (৫২), মোঃ বাবুল মৃধা (৫০) ও মোঃ সাদ্দাম হোসেন ফরাজী, কাঠালিয়া উপজেলা যুবদল সভাপতি কিশোর মাহমুদসহ আরো ২ জন।
অপরদিকে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শহীদ আল-মামুন অভিক(৪৬) ঢাকা থেকে লঞ্চযোগে ঝালকাঠি লঞ্চঘাটে নামলে রোববার সকালে তাকে পুলিশ আটক করে।
পুলিশ জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ঝালকাঠি কোর্ট পুলিশ পরিদর্শক মামুন বাশার জানান, অভিযানে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

Print Friendly, PDF & Email