প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ | আপডেট: ৬:০৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮
পটুয়াখালীর বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩ঘটিকায় বাউফল পাবলিক মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিযুস চন্দ্র দে‘র সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এম,পি।
উদ্বোধনী বক্তব্যে চিফহুইপ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদের শাররীক, মানষিক, নান্দনিক মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্বকরণ, মাধকাশক্তি ও জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষে এ টুর্ণামেন্টের আয়োজনের উদ্যেগ গ্রহন করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেস ক্লাব আহবায়ক হারুণ অর রশিদ খান, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মরিরুল ইসলাম, বাউফল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম. হুমায়ন কবির, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান প্রমূখ।