রৌমারীতে ৫৪ বোতল বিদেশী মদসহ দুজন ব্যবসায়ী গ্রেপ্তার

সাকিব আল হাসান সাকিব আল হাসান

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ | আপডেট: ৪:০৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আমির হোসেনের বসতবাড়ি থেকে ৫৪ বোতল বিদেশী মদ অফিসার চয়েজ সহ তার স্ত্রী রাশেদা বেগম  সহ আবু হানিফ নামের এক ব্যক্তি কে গ্রেপ্তার করছে রৌমারী থানার পুলিশ।

গত ৬ই সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) রাত সাড়ে আট টায় ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কুখ্যাত মাদক সম্রাট আমির হোসনের বাড়ীতে অভিযান চালিয়ে ওইসব মাদক উদ্ধার করে পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কোশুলে পালিয়ে যায় মাদক সম্রাট আমির হোসেন। এব্যাপারে রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম মুঠোফোনে এই প্রতিবেদক কে বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন কে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ)/২৫ রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email