রৌমারীতে ঘর থেকে ডেকে নিয়ে সেকেন্দার আলী কে হত্যার চেষ্টা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ | আপডেট: ৭:১৯:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮

কুড়িগ্রামের রৌমারীতে ঘর থেকে ডেকে নিয়ে সেকেন্দার আলী বাবলু (৩৪) নামের এক যুবককে ব্যাপক মারপিট করে হত্যার  চেষ্টা করেছে দূর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা বন্দবেড় ইউনিয়নের

উত্তর বাইটকামারী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে  অচেতন অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ৭-৮ জন দুর্বৃত্ত রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে সেকেন্দার আলী বাবলুর  ঘরের দরজায়  করাঘাত করে এবং  ডাক দেয়। ডাক শুনে সেকেন্দার আলী ঘর থেকে বের হওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে  তার মাথায়, কপালে, ঘাড়ে ও বুকে কোপাতে থাকে দূর্বৃত্তরা।পরে  তার স্ত্রী সুফিয়া খাতুনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায়  রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জোবায়ের আহমেদ শিমুল জানান, আহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। তার অবস্থা বেশ  আশঙ্কাজনক  ছিল  কিন্তু  তাৎক্ষনিক চিকিৎসার পরে  আপাতত কিছুটা  সুস্থ  হয়েছে। কিন্তু বেশ রক্তক্ষরণ  হয়েছে। এ ব্যাপারে রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে#

Print Friendly, PDF & Email