
রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জননন্দিত জননেতা দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সেতাবগঞ্জ পৌরসভার রূপকার সাবেক সফল মেয়র মরহুম মোঃ ওমর ফারুক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ। ৭ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচী ও ভাবগম্ভির পরিবেশে পালিত হবে।
জননেতা মরহুম ওমর ফারুক চৌধুরীর স্মরণে শুক্রবার সকালে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও সেতাবগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে এবং সেতাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন ও কবর জিয়ারত। এ দিকে মরহুম ফারুক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ধনতলাস্থ ঐহিত্যবাহী চৌধুরী পরিবারে বাস ভবনে এলাকার এতিম ও অনাথদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন, মিলাদ মাহফিল ও এলাকার বেশ কিছু মসজিদে মসজিদে দোয়া খায়ের অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ২০১২ সালের ৭ সেপ্টেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল আনুমানিক ৭টায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে জননেতা ওমর ফারুক চৌধুরী মৃত্যু বরণ করেন।