ভিএসও এনসিএস প্রকল্পের ইন কান্ট্রি কর্মশালা সম্পন্ন

ন্যাশনাল সিটিজেনস সার্ভিস

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ১২:০৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

জুবায়ের ইসলামঃ ভিএসও বাস্তবায়নাধীন ন্যশনাল সিটিজেন সার্ভিস (এনসিএস) প্রকল্পের আওতায় ৫ দিন ব্যপী ইন কান্ট্রি অরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে।

রাজধানীর আমাজন লিলি লেক ভিউ রেসিডেন্সে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুব স্বেচ্ছাসেবকগন কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালার উদ্ভোধন করেন এনসিএস প্রোগ্রাম ম্যানেজার তাজিন হোসেন।

এনসিএস প্রোগ্রাম ম্যানেজার তাজিন হোসেন তার বক্তব্যে এনসিএস স্বেচ্ছাসেবকদের আরও বেশি স্ব উদ্দ্যোগী হয়ে কাজ করা এবং এনসিএস এর লক্ষ্য অর্জনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনসিএস প্রোজেক্ট ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম। এছাড়াও অন্নন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিএস প্রোজেক্ট কো-অরডিনেটর নাজিয়া জেবিন।
আগামী তিন মাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তথেকে আসা স্বেচ্ছাসেবকবৃন্দ বাংলাদেশের ৪টি জেলায় কমিউনিটি ডেভলপমেন্টে কাজ করবেন।

Print Friendly, PDF & Email