
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম সাইফুল ইসলাম শামীমকে (৪৬) আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১টার দিকে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার নিজ বাসা থেকে শামীমকে একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে আটক করা হয়। পরে পুলিশ রবিবার (২ সেপ্টেম্বর) তাকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে, বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এস.আই মোশারফ হোসেন জানান, পৌরসভার কাছেমাবাদ এলাকায় গত ২৭ আগস্ট রাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জনকে আসামি করে গত ৩০ আগস্ট গৌরনদী থানায় মারামারি ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে এই বিএনপি নেতাকে আটক দেখানো হয়েছে।