খুনের রাজত্ব চলছে হাতিয়ায় খুনিদের শাস্তির দাবিতে দফায় দফায় মিছি
হাতিয়ায় দেড় বছরে ছয় খুন, হাজিরা দিচ্ছেন না আসামিরা
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি
হাতিয়া উপজেলায় ছয়জনের খুনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন সময়ে সংঘটিত এসব খুনের মামলার আসামিরা আদালতে হাজিরা না দেয়ায় বুধবার থেকে নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আসামিদের ফাঁসির দাবিতে ছবিসহ পোস্টারও সাঁটানো হয়েছে। এ নিয়ে উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
গত বছর মার্চে আফাজিয়া বাজারে উপজেলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন আহমেদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ বছর এপ্রিলে চর কিং ইউনিয়নের ভৈরব বাজারে আওয়ামী লীগের কর্মী নুর আলমকে হত্যা করা হয়। এছাড়া এ বছর আগস্টে সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে আওয়ামী লীগের কর্মী রিয়াজ উদ্দিন ও মুরাদ উদ্দিন, আওয়ামী লীগ নেতার ছেলে শিশু নীরব এবং আওয়ামী লীগ নেতার স্ত্রী জেসমিন আক্তারসহ চারজনকে সন্ত্রাসীরা খুন করে। এসব ঘটনায় মোহাম্মদ আলী, তার সহযোগী সন্ত্রাসী ফারুক আহমেদ, ইয়াসিন আরাফাত কানু, ইউছুফ আলী, আলা উদ্দিন বাবু, এমরান হোসেন, আলী আফরোজ খান নহেল, শাহীন, আল আমিন, বাহার উদ্দিন, আবদুল ওহাব, মুরাদ উদ্দিন, মহিউদ্দিন মিষ্টু, মাছুম বিল্লাহ, এনায়েত কাজীসহ ২৫৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বুধবার মোহাম্মদ আলীসহ ১৩০ জন বেগমগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা না দেয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠে। অপরদিকে ১২৭ জন হাজিরা দিলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। মূল আসামি মোহাম্মদ আলীসহ খুনিদের ফাঁসির দাবিতে বুধবার থেকে তিন দিন হাতিয়া, মাইজদী, সোনাদিয়া, জাহাজমারা, বুড়িরচর, আফাজিয়া, নিঝুম দ্বীপ, সাগরিয়া, চর কিং, চর ঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ করেন। পৌর আওয়ামী লীগের সহসভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কমিশনার মারজাহান বেগম, পৌর যুবলীগ সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মো. ইউনুছ মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজুর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী মিছিল করেন।