মুলাদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ৮:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

মুলাদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আঃ রব খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ কবির হোসেন খান, সৈয়দ মহসিন উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রোকন মোল্লা, কলেজ ছাত্রদল সভাপতি রুহুল আমিন খান, যুবদল নেতা জাহিদ মোল্লা, এনায়েত হোসেন খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। অপরদিকে বিকাল ৪টায় সফিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মোন্তাজপুর বাজারে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জানে আলম দুলাল চৌধুরী, যুগ্ম সম্পাদক বাবুল হাওলাদার, সফিপুর ইউনিয়ন যুবদল সভাপতি শাহজাহান উকিল, সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

Print Friendly, PDF & Email