ছুটি না দেয়ায় শ্রীপুরে কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

এস এম জহিরুল ইসলাম এস এম জহিরুল ইসলাম

গাজীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ৪:২৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
 গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ডিজাইন টেক্স লিমিটেড কারখানার শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ৩১আগস্ট শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম তারিকুল ইসলাম (৩২)।

নিহত শ্রমিক নেত্রকোনা সদর উপজেলার বাগরা বাজার গ্রামের মৃত আব্দুল খালেক মুন্সীর ছেলে। দীর্ঘ পাঁচ বছর যাবত কেওয়া
চন্নাপাড়া রইসউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এ কারখানায় চাকরি করতেন।
নিহত শ্রমিকের স্ত্রী সুমনা আক্তার বলেন,
আমার স্বামী কোন প্রকার অসুস্থ ছিল না।কারখানা কর্তৃপক্ষের অবহেলায় আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে।আমার স্বামীকে ফেরত চাই ।আমার দুই সন্তানকে কে দেখবে? এভাবে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন নিহতের স্ত্রী।
কারখানায় কর্মরত শ্রমিক জালাল উদ্দিন বলেন, তারিকুল কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন অফিসের কর্মকর্তার কাছে ছুটি চাইলে তারা তাকে ছুটি দেয় নি। পুনরায় কাজ করতে বাধ্য করান কারখানা কর্তৃপক্ষ। এমন অবস্থায় সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নারী শ্রমিক শেফালী বেগম বলেন, আমাদেরকে অতিরিক্ত কাজ করানো হয়। এবং কেউ অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা করানো হয় না। ছুটি চাইলে দেওয়া হয় না ছুটি।কাজের চাপে পড়ে আমাদের সহকর্মী মারা গিয়েছে।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কেউ কথা বলতে রাজি হয়নি।

Print Friendly, PDF & Email