ঝালকাঠিতে ৮০০ নারীকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সামগ্রী প্রদান

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ১১:৫৯:পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮

ঝালকাঠিতে মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় পৌরসভার ৮০০ নারীকে স্বাস্থ্যসেবা প্রদান শেষে স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর প্যানেল মেয়র মাহবুবুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিরিন আক্তার, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন ও পৌর কাউন্সিলর নাসিমা কামাল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন হাজরার নেতৃত্বে চিকিৎসকের একটি দল স্বাস্থ্য ক্যাম্পে সেবা প্রদান করেন।

Print Friendly, PDF & Email