সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীদের বিচারের দাবিতে সমাবেশ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ৪:২১:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যাকান্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

বৃস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সদররোড টাউন হলের সামনে বরিশাল বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আনন্দ টিভি বরিশাল বিভাগীয় প্রতিনিধি কাজী আল-আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ,যুগ্ম সম্পাদক এআর প্রিন্স,দৈনিক জনকন্ঠ বরিশাল স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হিরা, বরিশাল অনলাইন প্রেসক্লাবের আইটি বিষয়ক সম্পাদক জিহাদ রানা, সংবাদ কর্মী মামুন অর রশিদ নোমানী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বরিশাল তরুন সাংবাদিক ফোরাম ও অনলাইন মিডিয়া সহ গণমাধ্যমকর্মীরা এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন ।

প্রতিবাদ সমাবেশে গণমাধ্যমকর্মীরা বলেন, সরকার ও তার আইনশৃঙ্খলা বাহিনী এত তৎপর থাকার পরও সাগর-রুনি থেকে শুরু করে এ পর্যন্ত দেশে অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে একজন অপরাধীকেও আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে সরকারের কাছে আহবান জানান গণমাধ্যমকর্মীরা ।

Print Friendly, PDF & Email