বরিশালে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এইচ. এম ইমরান এইচ. এম ইমরান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ৯:১৬:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮

বরিশাল :

পদবঞ্চিত ত্যাগী রাজপথের নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের দাবীতে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।বুধবার (২৯ আগস্ট) বেলা ১২ টার দিকে নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে পদবঞ্চিত বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা।মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম জনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মুন্না, আখতারুজ্জামান সাব্বির, ফাহিম, নাজমুল হোসেন বাপ্পি প্রমুখ।প্রতিবাদ সভা চলাকালে নেতা-কর্মীরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।সভায় বক্তারা বলেন, যারা রাজপথে থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে।

 

হামলা-মামলা, নির্যাতনের শিকার হচ্ছে তাদের দিয়ে কমিটি গঠন না করে নিষ্ক্রিয়দের দিয়ে বরিশালে ছাত্রদলের কমিটি করা হয়েছে। যারা কমিটি দিয়েছেন তারা দলের কথা চিন্তা করলে এ কমিটি দিতে পারতো না, তারা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করেছে।  এসময় বক্তারা বরিশাল মহানগর ও জেলার কমিটি অবিলম্বে বাতিলের দাবী জানান, তা না হলে ছাত্রদলের এই পদবঞ্চিতদের আন্দোলন শুধু বরিশালেই সীমাবদ্ধ থাকবেনা বলে হুশিয়ারী দেন।

Print Friendly, PDF & Email